পদ [ pada ] বি. 1 পা, চরণ (পদধ্বনি); 2 পদক্ষেপ (প্রতিপদে, পদে পদে); 3 পায়ের চিহ্ন বা দাগ (পদানুসরণ); 4 কবিতার চরণ বা পঙ্ক্তি (ত্রিপদী, চতুর্দশপদী); 5 বৈষ্ণব কবিদের রচিত শ্লোক বা গান বা গীতিকবিতা (পদকর্তা); 6 কাজের ভার অধিকার বা চাকরি (পদপ্রার্থী); 7আধিপত্য, অবস্হা, উপাধি (পদগৌরব, পদমর্যাদা); 8 বিভিন্ন প্রকারের বস্তু (অনেক পদ রান্না হয়েছে); 9 (ব্যাক.) বিভক্তিযুক্ত শব্দ (বিশেষ্যপদ)।
[সং. √ পদ্ + অ]।
পদকর্তা (-র্তৃ) বিণ. বি. বৈষ্ণব পদ বা গীতিকবিতা রচনাকারী।
স্ত্রী. পদকর্ত্রী।
পদকার বিণ. বাক্য বা শ্লোক রচনাকারী।
☐ বি. বেদের মন্ত্রপদবিভাজক গ্রন্হকার।
পদক্ষেপ বি. পা ফেলা, কদম; পদার্পণ।
পদগৌরব, পদমর্যাদা বি. পদের বা আধিপত্যের মর্যাদা।
পদচারণ বি. পায়চারি।
পদচিহ্ন বি. পায়ের দাগ।
পদচ্যুত বিণ. অধিকারভ্রষ্ট কর্মচ্যুত কর্মভার বা চাকরি থেকে বরখাস্ত।
বি. পদচ্যুতি।
পদছায়া, পদচ্ছায়া বি. চরণতলে আশ্রয় অনুগ্রহ।
পদত্যাগ বি. আধিপত্য কর্মভার বা চাকরি ত্যাগ।
পদদলিত বিণ. পায়ের তলায় পিষ্ট।
স্ত্রী. পদদলিতা।
পদধূলি বি. পায়ের তলার ধূলো।
পদধ্বনি পদশব্দ -র অনুরূপ (‘শুনেছে অন্তরপথে বিপ্লবের নিত্য পদধ্বনি’: সু. দ.)।
পদন্যাস বি. পা ফেলা, পদচালনা পদস্হাপন।
পদপঙ্কজ বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম।
পদপল্লব বি. পল্লবের মতো কোমল চরণ।
পদপৃষ্ঠ বি. পায়ের পাতা।
পদপ্রান্ত বি. চরণতল পায়ের কাছের স্হান।
পদপ্রার্থী (-র্থিন) বিণ. 1 কোনো পদ বা চাকরি লাভে ইচ্ছুক 2 চরণাশ্রয়প্রার্থী।
স্ত্রী. পদপ্রার্থিনী।
পদবিক্ষেপ বি. পদক্ষেপ পা ফেলা, কদম (‘কাহার পদবিক্ষেপের এ শব্দ’ ব. চ.।
পদব্রজ বি. পায়ে হেঁটে যাওয়া।
পদযাত্রা বি. 1পায়ে হেঁটে যাওয়া 2 পায়ে হেঁটে মিছিল।
পদরজ, পদরজঃ বি. পদধূলি।
পদরেণু বি. পদধূলি।
পদলেহন বি. পা চাটা অত্যন্ত হীনভাবে তোষামোদ।
পদশব্দ বি. হাঁটার সময় পায়ের আওয়াজ।
পদসঞ্চার, পদসঞ্চালন বি. কদম, পা ফেলা, হাঁটা।
পদসেবা বি. পা টেপা।
পদস্খলন বি. 1 পা পিছলে পড়া2 অধঃপতন।
পদস্খলিত বিণ. 1 পা পিছলে পড়েছে এমন 2 অধঃপতিত।
স্ত্রী. পদখলিতা।
পদস্হ বিণ. 1 পদে বা অধিকারে প্রতিষ্ঠিত; 2 উঁচু পদে অধিষ্ঠিত (পদস্হ চাকুরে)।
পদে পদে, প্রতি-পদে ক্রি-বিণ. সবসময় যতই অগ্রসর হওয়া যায় ততই (পদে পদে বাধা)।
Leave a Reply