অবোধ মন রে, তোমার হল না দিশে।
এবার মানুষের করণ হবে কিসে।।
কোন দিন আসবে যমের চেলা
ভেঙ্গে যাবে ভয়ের খেলা
সেদিন হিসাব দিতে বিষম ঠেলা
ঘটবে শেষে।।
উজান ভেটেন দুটি পথ
মুক্তি-ভক্তির করণ সে ত
এবার তাতে যায় না জরা-মৃত
যমের ঘর সে।।
যে পরশে পরশ হবি
সে করণ আর কবে জানবি
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন র’বি
ফাঁকে বসে।।
——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ২৫৮-৫৯
রবীন্দ্র-সদনে রক্ষিত খাতায় অন্তরার ৩য় চরণে ‘লেঠা’ আছে; ছন্দের খাতিরে ‘ঠেলা’ হওয়াই সংগত। বর্ণ বিপর্যয়ের কারণে ঐরূপ পরিবর্তন হতে পারে। ‘লালন-গীতিকা’য় ‘জ্বালা’ কথান্তর আছে। – পৃষ্ঠা ১৭
Leave a Reply