পথ [ patha ] বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)।
[সং. √ পথ্ + অ]।
পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া।
পথকর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা।
পথকষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট।
পথখরচ, পথখরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ।
পথচলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)।
পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা।
পথচারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী।
পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া।
পথজোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন।
পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া; যাবার সুযোগ করে দেওয়া।
পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্হান করা (বাপু, এখন পথ দেখো)।
পথ দেখানো ক্রি. বি. 1 পথ বা উপায় প্রদর্শন করা; 2 (ব্যঙ্গে) তাড়ানো। পথ ধরা ক্রি. বি. বিশেষ কোনো পথে অগ্রসর হওয়া।
পথপ্রদর্শক বিণ. বি প্রকৃত রাস্তা বা উপায় নির্দেশকারী।
পথভোলা, পথভ্রষ্ট, পথভ্রান্ত, পথহারা বিণ. প্রকৃত পথ হারিয়ে ফেলেছে এমন; বিপথগামী; দিশাহারা।
পথমধ্যে (বাং. প্রয়োগ) পথের মধ্যে।
পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)।
পথশ্রম বি. পথে চলার কষ্ট।
পথশ্রান্ত বিণ. পথভ্রমণের ফলে ক্লান্ত।
পথে আসা ক্রি. বি. বশবর্তী হওয়া, বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা।
পথে কাঁটা দেওয়া ক্রি. বি. পথরোধ করা; বাধা দেওয়া।
পথে বসা ক্রি. বি. সর্বনাশগ্রস্ত বা নিঃস্ব হওয়া।
পথের কাঁটা বি. প্রতিবন্ধক, বাধা।
পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীন ও অনাদৃত লোক।
পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী।
Leave a Reply