পত্র [ patra ] বি. 1 পাতা (পুস্তকের দ্বিতীয় পত্র, বৃক্ষপত্র); 2 ধাতুর পাত, ফলক; 3 চিঠি (পত্রপ্রাপ্তি); 4 লিখিত কাগজ, দলিল (বায়নাপত্র, আদেশপত্র); 5 ছাপানো কাগজ (সংবাদপত্র); 6 পাখির ডানা; 7 (বাং.) সমূহ, প্রভৃতি, ইত্যাদি (বিছানাপত্র, মালপত্র)।
[সং. √ পত্ + ত্র]।
পত্র করা ক্রি. বি. বিবাহের সম্বন্ধ লিখিতভাবে পাকাপাকি স্হির করা।
পত্রপত্রিকা বি. সংবাদপত্র ও সাময়িক পত্রাদি।
পত্রপাঠ বি. চিঠি পড়া।
☐ ক্রি-বিণ. (বাং.) পত্র পড়ামাত্র; অবিলম্বে; তত্ক্ষণাত্ (পত্রপাঠ বিদায় দেওয়া)।
পত্রপুট বি. গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঠোঙা।
পত্রবন্ধু বি. যে-বন্ধুর সঙ্গে কেবল চিঠিপত্রেই যোগাযোগ হয়।
পত্রবাহ, পত্রবাহক বিণ. বি. লেখকের কাছ থেকে উদ্দিষ্ট ব্যক্তির কাছে লিপি বা চিঠি বহনকারী; ডাক-হরকরা।
পত্রবিনিময়, পত্রব্যবহার বি. চিঠির আদান-প্রদান, চিঠি দেওয়া-নেওয়া।
পত্রভঙ্গ, পত্ররেখা, পত্রলেখা বি. কপালের তিলক বা চিত্ররচনা।
পত্রমঞ্জরি বি. গাছের পাতার অগ্রভাগ।
পত্রমুদ্রা বি. কাগজের টাকা; নোট।
পত্ররথ বি. পাখি।
[পত্র (ডানা) + রথ (=রথের তুল্য)]।
পত্রাঙ্ক বি. বইয়ের পৃষ্ঠার সংখ্যা।
পত্রাঘাত বি. চিঠি লেখা।
পত্রাবলি, পত্রালি বি. পত্রসমূহ; পত্রলেখা।
পত্রালিকা বি. গোপন বা ক্ষুদ্র পত্র।
Leave a Reply