পণ্য [ paṇya ] বিণ. বিক্রয়যোগ্য (পণ্যদ্রব্য)।
☐ বি. 1 বিক্রয়যোগ্য বস্তু, বেসাত (পণ্য আমদানি); 2 দাম, মাশুল, ভাড়া।
[সং. √ পণ্ + য]।
পণ্যজীবী (-বিন্), পণ্যাজীব বিণ. বি. বণিক, ব্যবসায়ী।
পণ্যবীথি, পণ্যবীথী, পণ্যবীথিকা বি. দোকানের সারি, সারি সারি দোকান; বাজার, হাট; ক্রয় বিক্রয়ের স্হান।
পণ্যশালা বি. দোকান, বিক্রয়কেন্দ্র।
স্ত্রী, পণ্যাঙ্গনা বি. বেশ্যা, গণিকা।
Leave a Reply