পণ্ডিত [ paṇḍita ] বিণ. 1 বিদ্বান, জ্ঞানী; 2 শাস্ত্রজ্ঞ; 3 অভিজ্ঞ; 4 নিপুণ।
☐ বি. (বাং.) 1 সংস্কৃত ভাষার শিক্ষক; 2 ব্রাহ্মণের উপাধিবিশেষ।
[সং. পণ্ডা (=মার্জিত বুদ্ধি) + ইত]।
পণ্ডিতমূর্খ বিণ. শাস্ত্রজ্ঞ কিন্তু বাস্তববোধশূন্য।
পণ্ডিতমানী (-নিন্), পণ্ডিতম্মন্য, পণ্ডিতাভিমানী বিণ. (পাণ্ডিত্যহীন হয়েও) যে নিজেকে পণ্ডিত বলে মনে করে।
পণ্ডিতি বি. 1 পণ্ডিতের বৃত্তি বা কাজ (স্কুলে পণ্ডিতি করেন); 2 (ব্যঙ্গে) পাণ্ডিত্য (সব ব্যাপারে পণ্ডিতি ফলাও কেন?)।
☐ বিণ. 1 পণ্ডিতের তুল্য বা সেকেলে পণ্ডিতদের মতো (পণ্ডিতি চালচলন); 2 সংস্কৃতবহুল কিংবা দুর্বোধ্য; খটোমটো (পণ্ডিতি ভাষা)।
Leave a Reply