সামান্য কি অধর চাঁদ পাবে।
যার লেগে হল যোগী দেবের দেব মহাদেব।।
ভাব জেনে ভাব না দিলে তখন
বৃথা যাবে সে ভক্তি ভজন
বাঞ্ছা যদি হয় সে চরণ
ভাব দেনা সে ভাবে।।
যে ভাবে সব গোপিনীরা
হয়েছিল পাগলপারা
চরণ চিনে তেমনি ধারা
ভাব দিতে (তাই) হবে।।
নি-হেতু ভজন গোপিকার
তাইতে সদায় বাঁধা নটবর
লালন বলে, মন রে তোমার
মরণ ভব-লোভে।।
——————–
লালন গীতিকা, পৃষ্ঠা ১২৭-২৮
Leave a Reply