পঠন [ paṭhana ] বি. 1 পড়ার কাজ, অধ্যয়ন; 2 পাঠ, আবৃত্তি (দ্রুত পঠন)।
[সং. √ পঠ্ + অন]।
পঠনপঠন বি. পড়া ও পড়ানো; অধ্যয়ন ও অধ্যাপনা।
পঠনশীল বিণ. পড়ছে এমন, পাঠরত।
পঠনীয় বিণ. পড়া উচিত এমন।
পঠিত বিণ. অধীত, পাঠ করা হয়েছে এমন।
পঠিতব্য বিণ. পঠনীয়, পাঠ করতে হবে বা পাঠ করা উচিত এমন।
পঠ্যমান বিণ. পঠিত হচ্ছে এমন, পড়া হচ্ছে এমন।
Leave a Reply