পট্ট [ paṭṭa ] বি. 1 পাটা, তক্তা, ফলক (তাম্রপট্ট); 2 আসন, সিংহাসন (রাজপট্ট); 3 পিঁড়ি, কাষ্ঠাসন; 4 রাজকীয় সনদ, পাট্টা; 5 পাট বা রেশম (পট্টবস্ত্র); 6 গ্রাম বা নগর; 7 পাগড়ি; 8 উত্তরীয়, চাদর।
[সং. √ পট্ + ত]।
পট্টনায়ক বি. প্রধান নায়ক; মোড়লের উপাধিবিশেষ।
পট্টমহিষী, পট্টদেবী বি. পাটরানি, প্রধান মহিষী; সিংহাসনে বসবার অধিকারিণী।
Leave a Reply