শুদ্ধ প্রেমের রসিক মোর সাঁই।
পড়িলে শুনিলে কিরে তারে পাই।।
রোজা পূজা করল সবে
আপ্ত সুখের কার্য হবে
সাঁইর করণে সই পড়বে
ভাবে তাই।।
ধ্যানী জ্ঞানী মানী জনা
প্রেমের খাতায় সই পড়ে না
প্রেম-পীরিতের উপাসনা
বেদে পাই।।
প্রেম পাপ কি পুণ্যি হয় রে
চিত্রগুপ্তী লেখতে নারে
সিরাজ সাঁই কয়, লালন তোরে
তাই জানাই।।
——————————
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৭৭; বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৭৫; হারামণি, ৭ম খণ্ড, পৃষ্ঠা ৪২০-২১; লালন-গীতিকা, পৃষ্ঠা ২৭-২৮।
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে সঞ্চারীর ২য় চরণে ‘প্রেমের’ স্থলে ‘সাধুর’, ৩য় চরণে ‘প্রেম-পীরিতের’ স্থলে ‘প্রেম-প্রাপ্তির’ এবং আভোগের ২য় চরণে ‘চিত্রগুপ্তী’ স্থলে ‘চিত্রগুপ্ত’ কথান্তর আছে। তা ছাড়া, অন্তরা স্তাবকটি এভাবে লেখা হয়েছে :
রোজা পূজা করলে পরে
আত্ম সুখের কার্য হয় রে
সাঁইয়ের খাতায় কি সই পড়িবে
ভাবে তাই।।- পৃষ্ঠা ৩১১
Leave a Reply