পট্টি1 [ paṭṭi1 ] বি. (কথ্য) ধাপ্পা, ফাঁকি (গুলপট্টি)।
[হি. পট্টী (=মন্ত্রণা, পরামর্শ)]।
পট্টিবাজ বিণ. ধাপ্পাবাজ, যে ধাপ্পা দেয়।
পট্টি মারা ক্রি. বি. ধাপ্পা দেওয়া।
পট্টি2 [ paṭṭi2 ] বি. 1 গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পায়ে জড়াবার জন্য মোটা কাপড়ের ফালি; 2 কাপড়ের লম্বা ও সরু ফালি (জলপট্টি)।
[হি. পট্টী (=বস্ত্রখণ্ড)]।
পটি2, পট্টি [ paṭi2, paṭṭi ] বি. বাজারের পাড়া বা বিভাগ (সুতাপটি, চাউলপট্টি, লোহাপটি)।
[সং. পট্ট, পাটক]।
Leave a Reply