পটকা1 [ paṭakā1 ] বি. 1 সশব্দে ফেটে যায় এমন আতশবাজিবশেষ; 2 মাছের পেটের বায়ুপূর্ণ থলি, পটপটি।
☐ বিণ. অত্যন্ত দুর্বল (রোগাপটকা)।
[ধ্বন্যা.]।
পটকা2 [ paṭakā2 ] ক্রি. পটকানো।
[হি. পটকানা]।
পটকানো বি. ক্রি. ভূপাতিত করা; আছাড় দেওয়া; পরাজিত করা বা ঘায়েল করা।
Leave a Reply