পট1 [ paṭa1 ] অব্য. বি. 1 ফোটার বা মৃদুভাবে ফেটে যাওয়ার বা বিস্ফোরণের শব্দ; 2 হঠাত্, আচমকা (পট করে ওই কথাটা বললে কেন?)।
পটপট অব্য. ক্রি-বিণ. বি. ক্রমাগত পট শব্দ; অতি দ্রুত।
পটাপট ক্রি-বিণ. পটপট করে, অতি দ্রুত।
পট2 [ paṭa2 ] বি. 1 কাপড় (পটমণ্ডপ); 2 ছবি, চিত্রপট (স্মৃতির পটে); 3 ছবি আঁকার উপযুক্ত মোটা বস্ত্রখণ্ড, canvas (‘তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা’: রবীন্দ্র); 4 দৃশ্যপট, থিয়েটারের সিন (পটপরিবর্তন)। [সং. √ পট্ + অ]।
পটবাস, পটাবাস বি. তাঁবু, বস্ত্রগৃহ।
পটভূমি, পটভূমিকা বি. 1 পশ্চাদ্ভূমি; 2 যে দৃশ্যপটের সামনে অভিনয় করা হয়; 3 মূল ছবির পিছনের বা দূরের দৃশ্য; 4 (গৌণ অর্থে) পারিপার্শ্বিক অবস্হা, পরিবেশ।
পটমণ্ডপ বি. 1 শামিয়ানা ইত্যাদি দিয়ে নির্মিত মণ্ডপ; 2 তাঁবু।
Leave a Reply