শুদ্ধ প্রেম সাধলে যারা,
কাম-রতিকে রাখলে কোথা।
বল গো রসিক রসের মাফিক
ঘুচাও আমার মনের ব্যথা।।
আগে উদয় কামের রতি
রস আগমন তারই সাথী
সেই রসে হয়ে স্থিতি
খেলছে মানুষ প্রেমদাতা।।
মন জানে সে রসের করণ
নয় রে সে প্রেমের ধরণ
হৃদয়-জলে হয় রে স্মরণ
কথায় কেবল বাজি জেতা।।
মনের অবাধ্য যে জন
আপনার আপনি ভোলে সে জন
ভেবে কয় ফকির লালন,
ডাকলে সে তো কয় না কথা।।
——————–
লালন গীতিকা, পৃষ্ঠা ১১২
‘বাংলার বাউল ও বাউল গানে’ ধুয়ার পূরণবাচক চরণটি নেই। এখানে সঞ্চারী স্তাবকটি এভাবে লেখা হয়েছে :
মন জানে সেই রসের করণ
না করে সে রস আস্বাদন
জল সেঁচে তার হয় রে মরণ
কথায় কেবল বাজি জেতা।।
এ ছাড়া আভোগের ৪র্থ চরণে ‘কেবল ডাকলে মানুষ কয় না কথা’ – এরূপ কথান্তর আছে। পৃষ্ঠা ৬৮
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে আভোগের ২য় চরণে ‘রস আগমন তারই গতি’, সঞ্চারীর ৩য় চরণে ‘জল সেচে হয় রে মরণ’ এবং আভোগের ১ম চরণে ‘রাগের বাধ্য যে জন’ কথান্তর আছে। পৃষ্ঠা ২৯৩
‘হারামণি’ ৫ম ও ৭ম খণ্ডে গানটি সংকলিত হয়েছে। গানটি নানা দিক থেকে ত্রুটিপূর্ণ। পাঠকের অবগতির জন্য তা উল্লেখ করা হল :
শুদ্ধ প্রেম সাধলো যারা,
কাম-রতি রাখিল কোথা।
দেহে আগে উদয় কামের গতি
সেই রসে হয়ে স্থিতি
খেলছে রসিক প্রেমদাতা।।
মূল জানিত রসের কারণ
পেলে কি প্রেমেরই ধারণ
জল ছেঁইচে হয়ে সরণ
খেলছে রসিক প্রেমদাতা।।
মনেরি অবাধ্য যে জন
আপনার আপনি ভোলে সে জন
ভেবে কয় অবোধ লালন,
ডাকলে সে তো কয় না কথা।। – হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ১৮-১৯; ৭ম খণ্ড, পৃষ্ঠা ৪০২-০৩
Leave a Reply