শুদ্ধ প্রেম রাগে সদায় থাক রে আমার মন
স্রোতে মন ঢালান দিও না, বেয়ে যাও উজান।।
নিভাইয়া মদন-জ্বালা
অহিমুণ্ডে করগে খেলা
উভয় নেহার ঊর্ধতালা
প্রেমের ঐ লক্ষণ।।
একটি সাপের দুটি ফণি
দো-মুখে কামড়ালেন তিনি
প্রেম-বাণে বিক্রমি
তার সনে দাও রণ।।
মহারস মুদিত কমলে
প্রেম-শৃঙ্গারে লও রে খুলে
আপ্ত সামাল সেই রণকালে
কয় ফকির লালন।।
——————–
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৮০; বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৬৯-৭০; বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ২৮১ ( শেষের দুটি গ্রন্থে অন্তরার ২য় চরণে ‘অহিমুণ্ডে’ স্থলে ‘অহিতুণ্ডে’ কথান্তর আছে।) সঞ্চারীর ৩য় চরণ ‘প্রেম-বাণে বিক্রমে’ স্থলে ছন্দের খাতিরে ‘প্রেম-বাণে বিক্রমি’ পাঠ নির্ণয় করেছি।
কথান্তর :
শুদ্ধ প্রেম রাগে সদায় থাক রে আমার মন
সোঁতে গা ঢালান দিও না, বেয়ে যাও উজান।।
নিরাবিয়া মদন-জ্বালা
ও মন দিয়া করছে খেলা
আছে প্রেম-ভাসি ঊর্ধতালা
ও সেই প্রেমেরই লক্ষণ।।
একটি সাপের দুটি ফণি
আবার দুই মুখে কামড়ালেন তিনি
আছে প্রেম-বাণী বৃক্ষ-ধ্বনি
তুমি কার সাথে দাও রণ।।
মহারস মুদিত কমলে
তারে প্রেম-শৃঙ্গারে লও রে খুলে
আরও আত্ম সামাল কালে
কয় ফকির লালন সেই রঙ।। — লালন গীতিকা, পৃষ্ঠা ১১১৩-১৪
‘হারামণি’ ১ম খণ্ডে (পৃষ্ঠা ৪১) ও ৫ম খণ্ডে (পৃষ্ঠা ৫৫) গানটি সংকলিত হয়েছে। উভয় গ্রন্থে কিছু কিছু কথান্তর আছে। তাঁর সংগৃহীত গানটি প্রথমে প্রবাসী, জৈষ্ঠ্য ১৩৩৫ সংখ্যায় এভাবে প্রকাশিত হয় :
শুদ্ধ প্রেম-রাগে থাকরে অবোধ মন।।
নিভাইয়া মদন-জ্বালা
অহি পথে কর মন খেলা
উভয় নিহার ঊর্ধতালা
প্রেমেরই লক্ষণ।।
একটি সাপের দুটি ফণি
দুই মুখে কামড়ালেন তিনি
প্রেম বাণে বিক্রমে
তার সনে দাও রণ।।
মহারস যার হৃদ-কমলে
প্রেম আশ্রম লাও রে খুলে
আমৃতত সামাল সেই রণকালে
কয় ফকির লালন।। — ঐ, পৃষ্ঠা ৩১৪
Leave a Reply