শুদ্ধ প্রেম না দিলে, ভবে কে তারে পায়।
না মানে আচার
না মানে বিচার
শুদ্ধ রসিক সেই দয়াময়।।
জান না মন শুকনা কাঠে
কবে তার মালঞ্চ ফোটে
প্রেম নাই যার চিতে
তেমনি কষ্টে সে
নিজ সুখ সাধনা বলিদান দেয়।।
সে প্রেমের প্রেমী যারা
ফণি যেমন মণিহারা
দেখলে তার মুখ
হৃদয়ে বাড়ে সুখ
দয়াল চাঁদ মোর তারই হবে সদয়।।
যোগেন্দ্র মহেন্দ্র আদি
যোগ সাধিয়ে পায় না বিধি
প্রেম দিয়ে তারে
ধরলো গোপীরে
লালন বলে, সে প্রেম ঘটবে কি আমায়।।
——————–
বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ২৯১
কথান্তর :
শুদ্ধ প্রেম না দিলে, ভজে কে আর পায়।
ও সে না মানে আচার না মানে বিচার
প্রেমের রসের রসিক সে দয়াময়।।
জান না মন শুষ্ক কাষ্ঠে
কবে তার মালঞ্চ ফোটে
প্রেম নাই যার ওমনি কষ্টে সে
নিজ সুখ সাধনা বলিদান দেয়।।
সে প্রেমের প্রেমী যারা
ফণি যেমন মণিহারা
দেখলে তার মুখ হৃদয়ে বাড়ে সুখ
আমার দয়াল চাঁদ তাহারে থাকে সদয়।।
যোগেন্দ্র মহেন্দ্র আদি
যোগ সেধে না পায় বিধি
প্রেম দিয়ে আর বাঁধলে গোপীরে
লালন বলে, সে প্রেম ঘটবে কি আমায়।। — লালন গীতিকা, পৃষ্ঠা ১১১
আনোয়ারুল করিমের সংগৃহীত গানটি মূলানুগ বলে প্রতীত হয়। “নিজ সুখ জন্য পর পুত বলিদান দেয়” পদের স্থলে “নিজ সুখ সাধনা বলিদান দেয়” পাঠটি অধিক সংগত বিবেচন্যা মূল পাঠে গ্রহণ করা হয়েছে।
Leave a Reply