পচা [ pacā ] ক্রি. বিকৃত হওয়া, খারাপ বা নষ্ট হওয়া, গলে যাওয়া (ফল পচে, ডিম পচেছে)।
☐ বি. পচন।
☐ বিণ. 1 পচে গেছে এমন, বিকৃত (পচা ডিম); 2 গুমট, ভ্যাপসা (পচা গরম); 3 যখন সবকিছু পচে ওঠে এমন (পচা ভাদ্র); 4 দূষিত (পচা ঘা)।
[সং. √ পচ্ + বাং. আ]।
পচানো ক্রি. বি. বিকৃত, নষ্ট, গলিত বা দূষিত করা।
☐ বিণ. উক্ত সব অর্থে।
পচানি বি. 1 পচা জিনিসের রস; 2 পচন।
Leave a Reply