পঙ্ক [ paṅka ] বি. 1 কাদা, পাঁক (পঙ্কোদ্ধার); 2 (দেহে চন্দনাদির) প্রলেপ; 3 ঘরের মেঝে বা দেওয়ালে চুনের প্রলেপ দিয়ে কারুকার্য, পঙ্খ।
[সং. পঞ্চ্ + অ]।
পঙ্কজ বিণ. কর্দমজাত, কাদায় উত্পন্ন।
☐ বি. পদ্মফুল।
স্ত্রী. পঙ্কজা।
পঙ্কজিনী বি. (স্ত্রী.) 1 যেখানে পদ্ম জন্মে এমন পুকুর; 2 পদ্মের ঝাড়; পদ্মসমূহ।
পঙ্করুহ বি. পদ্ম। পঙ্কিল বিণ. কর্দমাক্ত, কাদাভরা।
পঙ্কিলতা বি. কাদায় ভরে থাকা; কর্দমাক্ততা; আবিলতা।
পঙ্কোদ্ধার বি. পাঁক তুলে ফেলে পুকুর সংস্কার করা।
Leave a Reply