পক্ষী [ pakṣī ] (-ক্ষিন্) বি. পাখি বিহগ; দুই পা ও দুটি ডানাযুক্ত এবং ডিমপ্রসবকারী মেরুদণ্ডী প্রাণী।
[সং. পক্ষ + ইন্]।
স্ত্রী. পক্ষিণী।
পক্ষীরাজ, পক্ষিরাজ বি. 1 পাখিদের রাজা; 2 গরুড়; 3 রূপকথার ডানাওয়ালা কাল্পনিক ঘোড়া।
পক্ষীশালা, পক্ষিশালা বি. যেখানে বহু পাখি রাখা হয়।
Leave a Reply