পক্ষ [ pakṣa ] বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1০ বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)।
[সং. √ পক্ষ্ + অ]।
পক্ষগ্রহণ বি. দলবিশেষকে সমর্থন।
পক্ষচ্ছেদ বি. ডানা কেটে দেওয়া।
পক্ষজ, পক্ষধর বি. 1 চন্দ্র; 2 পাখি।
পক্ষপাত বি.1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)।
পক্ষপাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)।
বি. পক্ষপাতিতা, পক্ষপাতিত্ব।
পক্ষপুট বি. ডানার অভ্যন্তর; 2(আল.) আশ্রয়।
পক্ষবিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন (‘কেন অকারণ পক্ষবিধূনন’: বিষ্ণু)।
পক্ষভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
পক্ষল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)।
পক্ষসঞ্চালন বি. ডানা ঝটপটানো।
পক্ষসমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা।
পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়।
পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা।
পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা।
পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে।
পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
পক্ষাপক্ষ বি. স্বপক্ষ ও বিপক্ষ; শত্রু ও মিত্র।
পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)।
Leave a Reply