পক্ব [ pakba ] বিণ. 1 পাকা (পক্ব ফল); 2 সাদা, পলিত (পক্ব কেশ); 3 পরিণত, অভিজ্ঞ (পক্ব বুদ্ধি); 4 গাঢ় (পক্ব মধু); 5 পাক করা বা রান্না করা হয়েছে এমন (ঘৃতপক্ব)।
[সং. √ পচ্ + ত]।
বি. পক্বতা।
পক্বকেশ বিণ. সাদা চুলযুক্ত, পলিত কেশযুক্ত; প্রবীণ।
☐ বি. পাকা চুল।
Leave a Reply