যে করিবে কালার চরণখানি আশা
তুমি জান নারে, তারও কি দুর্দশা
ও সে ভক্ত বলিরাজা ছিল রাজ্যেশ্বর
বামনরূপে প্রভু করে ছলনা।।
কর্ণরাজা ভবে বড় ভক্ত ছিল
অতিথ রূপে তার স্ববংশে নাশিল
কর্ণ অনুরাগী
না হইলে দুখী
অতিথের মন করে সান্ত্বনা।।
প্রহ্লাদ চরিত্র দেখ এহি পুথ্বিধামে
কত দুঃখ তার এহি কৃষ্ণনামে
ও তারে জলে ডুবাইল
অগ্নিতে ফেলিল
তবু না ছাড়িল শ্রীনাম সাধনা।।
রামের ভক্ত লক্ষণ ছিল চিরকালে
শক্তিশেল হানিল তাহার বক্ষঃস্থলে
তবু রামচন্দ্রের প্রতি
না ভুলিল ভক্তি
ফকির লালন বলে, তাহার কর বিবেচনা।।
——————–
হারামণি (?)
গানটির উৎস ও ভিত্তি হিন্দু সংস্কৃতি; রামায়ণ-মহাভারত থেকে বলি, কর্ণ, প্রহ্লাদ ও লক্ষণ—এই চারটি চরিত্র নিয়ে রামচন্দ্র ও শ্রীকৃষ্ণের প্রতি তাঁদের ভক্তির মাহাত্ম্য প্রকাশ করা হয়েছে। লালন হিন্দুশাস্ত্র সম্পর্কে ভালভাবে জ্ঞাত ছিলেন। তিনি বাউল সাধনার আঙ্গিকে গানের ভাষায় সেসব উপাদান সার্থকভাবে প্রয়োগ করেছেন।
Leave a Reply