মীন রূপে সাঁই খেলে।
রূপে দেখ না রে প্রেম-নদীর জলে।।
প্রেম-ডুবারু না হলে
মীন বেদনারে জলে
ও সে খার করে মীন রয় চিরদিন
প্রেম-সিন্ধু খুলে।।
প্রেম-নদীর তীর-সন্ধি
খুলতে পারে সেই বন্দী
প্রেম-ডুবারু হলে।।
তবে সে মীন আসবে হাতে
আপনার আপনি চলে।।
স্বরূপ-শক্তি প্রেম-সিন্ধু
মীন অবতার দীনবন্ধু
সিরাজ সাঁই বলে, শোন রে লালন
ম’লি এখন গুরুতত্ত্ব ভুলে।।
——————–
লালন গীতিকা, পৃষ্ঠা ৯৪-৯৫
গানটির সঞ্চারী স্তাবকে সুর-কাঠামো ও ছন্দরীতি অন্য দুটি স্তবকের মত নয়। স্মৃতি-চ্যুতির কারণে মূল কাঠামো ভেঙে এরূপটি হয়েছে। “তবে সে মীন আসবে হাতে/আপনার আপনি চলে।” চরণটি প্রক্ষিপ্ত বলে মনে হয়।
Leave a Reply