নৌ [ nau ] বি. নৌকা; জলযান, পোত (নৌ-চলাচলের উপযোগী নদী)।
[সং. √ নুহ্ + ঔ]।
নৌচলাচল বি. নৌকাদি জলযানের যাতায়াত।
নৌচালক বি. নৌকাদি জলযানের চালক।
নৌজীবী, নৌজীবিক বি. নৌকাচালক, মাঝি।
নৌবল বি. জলযুদ্ধের উপযোগী জাহাজ ও সৈন্যদলের সমষ্টি।
নৌবহর বি. যুদ্ধে ব্যবহৃত নৌকাসমূহ বা জাহাজসমূহ।
নৌবাহ বি. 1 নৌকাবাহক, দাঁড়ি; 2 জাহাজচালনা, navigation (স. প.)।
নৌবাহিনী, নৌসেনা, নৌসৈন্য বি. যুদ্ধে নিযুক্ত জাহাজি সৈন্যদল; জলযুদ্ধের জন্য নিযুক্ত সৈন্য।
নৌবাহী বিণ. নৌকাদি চালনার পক্ষে উপযুক্ত (নৌবাহী নদী)।
☐ বি. বিণ. নৌকাচালনাকারী (‘নৌবাহী নৌকা টাণঅ গুণে’: চর্যা.)।
নৌবাহ্য বিণ. জাহাজাদি চালাবার উপযুক্ত (নৌবাহ্য নদী), navigable.
নৌবিদ্যা বি. নৌকাদি নির্মাণ বা চালনার বিদ্যা।
নৌযুদ্ধ বি. জলযুদ্ধ।
Leave a Reply