নেশা [ nēśā ] বি. 1 মাদক দ্রব্য (নেশা ধরেছে); 2 মাদক দ্রব্যের ব্যবহার (নেশা করা); 3 মাদক দ্রব্য ব্যবহারজনিত মত্ততা (নেশার ঘোর);4 প্রবল আসক্তি আকর্ষণ টান বা ঝোঁক (কাজের নেশা, গানের নেশা, খেলার নেশা); 5 মোহ, বিহ্বলতা (চোখের নেশা)।
[আ. নেশা]।
নেশা করা ক্রি. বি. মাদক সেবন করা।
নেশাখোর বি. মাদকসেবী।
Leave a Reply