নৃত্য [ nṛtya ] বি. সাবলীল ও ছন্দযুক্ত শরীরবিক্ষেপের ভঙ্গিবিশেষ, নাচ, নর্তন।
[সং. √ নৃত্ + য]।
নৃত্যগীত বি. নাচগান।
নৃত্যনাট্য বি. নাচসহযোগে অভিনেয় নাটক।
নৃত্যপটীয়সী বিণ. (স্ত্রী.) নাচতে পটু, নৃত্যশিল্পে দক্ষতাযুক্তা।
নৃত্যপর বিণ. 1 নাচতে ভালোবাসে এমন; 2 নাচছে এমন।
স্ত্রী. নৃত্যপরা (‘নৃত্যপরা মেনকার কনকনূপুর’: রবীন্দ্র)।
নৃত্যশালা বি. 1 নাচঘর; 2 রঙ্গমঞ্চ।
Leave a Reply