নীল [ nīla ] বি. 1 বর্ণবিশেষ, দিনের নির্মল আকাশের রং বা তার চেয়ে গাঢ় বা হালকা রং; 2 গাছবিশেষ বা তা থেকে উত্পন্ন রং; 3(বাং.) নীলকণ্ঠ শিব (নিলের উপোস)।
☐ বিণ. নীলবর্ণবিশিষ্ট।
[সং. √ নীল্ + অ]।
নীলকণ্ঠ বি. 1 (হলাহল পানের ফলে কণ্ঠ নীলবর্ণ হয়েছিল বলে) শিব; 2 নীলবর্ণ কণ্ঠযুক্ত পাখিবিশেষ।
নীলকমল, নীলপদ্ম বি. নীল রঙের পদ্মফুল।
নীলকর বি. বিণ. ভারতে ইয়োরোপীয় নীল চাষকারী।
নীলকান্তমণি বি. দুর্লভ নীলবর্ণ পাথরবিশেষ, sapphire.
নীলকুঠি বি. নীলকর সাহেবের কাছারি বা অফিস।
নীলগাই বি. গোসদৃশ হরিণজাতীয় নীল রঙের পশুবিশেষ।
নীলমণি বি. 1 নীলকান্তমণি; 2 শ্রীকৃষ্ণ।
নীলমাধব বি. শ্রীকৃষ্ণ; বিষ্ণু।
নীললোহিত বি. 1 (কণ্ঠে নীল ও কেশে লোহিত বর্ণের সমাবেশ বলে) শিব; 2 বেগনি রং।
নীলষষ্ঠী বি. চড়ক সংক্রান্তি বা তার আগের দিনে অনুষ্ঠিত শিবপূজা।
সবে ধন নীলমণি আদরের গোপাল; একমাত্র আদরের সন্তান।
Leave a Reply