নীরস [ nīrasa ] বিণ.
1 রসহীন, শুষ্ক (নীরস গাছ);
2 রসবোধ বর্জিত (নীরস সমালোচনা, নীরস রচনা);
3 ম্লান, অপ্রসন্ন (নীরস মুখ, নীরস হাসি);
4 মনকে আকর্ষণ বা মুগ্ধ করে না এমন (নীরস বর্ণনা)।
[সং. নিঃ (নির্) + রস্]।
বি. নীরসতা।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply