প্রেমের সন্ধি আছে তিন। ষড় রসিক বিনে জানা হয় কঠিন।। প্রেম প্রেম বললে কি হয় না জেনে সে প্রেম পরিচয় আগে সন্ধি বোঝ প্রেমে মজ সন্ধি স্থলে সে মানুষ অচিন।। পঙ্কজলে ফুল সন্ধি বিন্দু অদ্যমূল তার সুধার সিন্ধু ও সে সিন্ধু মাঝে আলেক নেচে উদয় হচ্ছে সদায় রাত্রদিন।। সরল প্রেমের প্রেমী হলে চাঁদ ধরা যায় সন্ধি খুলে ভেবে লালন ফকির পায় না ফিকির হয়ে আছে সদায় ভজনহীন।।
—————-
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৭৫; লালন-গীতিকা, পৃষ্ঠা ১২৯-৩০; লালন-সঙ্গীত, পৃষ্ঠা ১৪১
কথান্তর:
প্রেমের সন্ধি আছে তিন। সরল রসিক বিনে জানা হয় কঠিন।। প্রেম প্রেম বললি কি হয় না জেনে সে প্রেম পরিচয় আগে সন্ধি করতে প্রেমে মজরে আছে সন্ধিস্থলে মানুষ অচিন।। পঙ্ক, জল, পল, সিদ্ধু, বিন্দু, আদ্য মূল তার শুষ্ক সিদ্ধু ও তার সিন্ধু মাঝে আলেক পেচবে উদয় হচ্ছে রাত্রিদিন।। সরল প্রেমিক হইলে চাঁদ ধরা যায় সন্ধিমূলে অধীর লালন ফকির পায় না ফিকির হয়ে সদায় ভজনবিহীন।।
——–
মুহম্মদ মনসুরউদ্দীন, ‘শাহ লালন ফকিরের গান’, প্রবাসী, ফাল্গুন ১৩৩৩; হারামণি, ১ম খণ্ড, পৃষ্ঠা ৪৪
Leave a Reply