প্রেমের ভাব জেনেছে যারা গুরু রূপে নয়ন দিয়া হয়েছে আত্মহারা।। সখ্য শান্ত দাস্য প্রেমে বাৎসল্য আর মধুর প্রেমে পঞ্চতত্ত্ব পঞ্চ প্রেমে বচ্ছে শত ধারা।। পঞ্চানন খায় ধুতরা ঘটা হয়ে মাতোয়ারা।। তারা মুখে বলে রাম, হরি-রাম ঐ প্রেমের পথিক যারা।। খেয়ে তার নামের সুধা খেলে যায় ভব ক্ষুধা কখনও গরল-সুধা পান করে না তারা।। সদায় থাকে নিষ্ঠা রতি হয়ে মরার মরা। কত মণি-মুক্তা রত্ন-হীরা অর্থলোভী লায়েক যারা।। প্রেম-শক্তি চতুর্দলে কুম্ভকে উঠায় ঠেলে প্রেম-শক্তির বাহুবলে উজান ধরায় তারা।। শতদল লঙ্ঘন করে সহস্তে কায় যারা। লালনের এই ফলাফল আসা-যাওয়ার কর্মসার।।
——–
হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৬২-৬৩; ৭ম খণ্ড, পৃষ্ঠা ৩৬৫-৬৬
গানটির স্তবক-বিন্যাস সম্পূর্ণ অভিনব। লালনের গানে সচরাচর তা দেখা যায় না।
Leave a Reply