প্রেম করা কি কথারি কথা প্রেমে মজে হরির হল গলাতে কেতা।। একদিন রাধে মান করিয়ে ছিলেন ধনি শ্যাম তেজিয়ে মানের দায়ে শ্যাম যোগী হয়ে মুড়ালেন মাথা।। আরেক প্রেমে মজে ভোলা শ্মশানে মশানে খেলা গলে শক্তি হাড়ের মালা পাগল অবস্থা।। রূপ সনাতন উজির হল প্রেমে মজে ফকির হল লালন বলে, এমনি জেনো প্রেমের ক্ষমতা।।
———–
লালন-গীতিকা, পৃষ্ঠা ১১৬
‘হারামণি’ ৮ম খণ্ডে একই ভাব ও সুর-কাঠামোতে নিম্নের গানটি সংকলিত হয়েছে। কেবল চিত্রকল্প ও উপমার ক্ষেত্রে পার্থক্য আছে। একে ‘কথান্তর’ না বলে ‘ভাষান্তর’ বলা যায়। এটি লালনের স্বতন্ত্র গানও হতে পারে। এতে একটি স্তবক অনুপস্থিত।
প্রেম করা কি মুখের কথা আপ্ত সুখের আশা থাকলে হবে না রে তা।। রাধার প্রেমে থেকে হরি হইয়াছিল দণ্ডধারী আসিয়া এই নদীয়াপুরী বেহাল হইয়া মুড়ালেন মাথা।। এক প্রেমিক সে কবীর ভক্ত সদায় কৃষ্ণের দরশন পেতো লালন বলে, আমার সে ত প্রেম করা কাম লোভী যথা।।
–ঐ, পৃষ্ঠা ৩৯৪
Leave a Reply