নিষ্ক্রিয় [ niṣkriẏa ] বিণ. 1 ক্রিয়া বা কাজ নেই যার, ক্রিয়াহীন; 2 অলস।
[সং. নির্ + ক্রিয়া]।
বি. নিষ্ক্রিয়তা।
নিষ্ক্রিয় গ্যাস বি. হিলিয়াম নিয়ন প্রভৃতি নিষ্ক্রিয় (inert) গ্যাস বা গ্যাসীয় উপাদান।
নিষ্ক্রিয় প্রতিরোধ — ক্রিয়াহীনভাবে অর্থাত্ আক্রমণাত্মক কিছু না করে অপরের কাজে বাধা দেওয়া, passive resistance.
Leave a Reply