নিশি [ niśi ] বি. 1 রাত্রি, নিশা (দিবানিশি, ‘নিশিদিন ভরসা রাখিস’: রবীন্দ্র); 2 প্রেতযোনিবিশেষ; রাত্রে এদের ডাকে আকৃষ্ট হয়ে আধঘুমন্ত মানুষ ওই ডাকের অনুসরণে গিয়ে প্রাণ হারায় বলে প্রাচীন বিশ্বাস।
[< সং. নিশা]।
নিশিদিন, নিশিদিশি ক্রি-বিণ. 1 রাত্রিদিন; 2 সর্বক্ষণ।
নিশিপালক বি. রাতের প্রহরী।
নিশিপালন বি. অমাবস্যা, পূর্ণিমা ও সংক্রান্তি উপলক্ষ্যে রাত্রে উপবাস।
নিশিযাপন বি. রাত কাটানো।
নিশিসমাগম বি. রাত্রির আগম, সন্ধ্যা।
Leave a Reply