নিশা [ niśā ] বি. রজনী, রাত্রি (‘নিশার স্বপন ছুটল রে’: রবীন্দ্র)।
[সং. নি + √ শো + অ + আ (স্ত্রী.) বিকল্পে √ নিশ্ + অ + আ]।
নিশাকর, নিশাকান্ত বি. চন্দ্র, চাঁদ।
নিশাগম বি. রাত্রির আগমন।
নিশাচর বি. রাক্ষস প্যাঁচা চোর শ্বাপদ প্রভৃতি যারা রাত্রে বিচরণ করে।
☐ বিণ. রাত্রিতে বিচরণকারী (নিশাচর প্রাণী)।
স্ত্রী. নিশাচরী।
নিশাত্যয় বি. 1 রাত্রির অবসান; 2 প্রভাত।
নিশানাথ, নিশাপতি বি. চন্দ্র, চাঁদ।
নিশান্ত, নিশাবসান বি. রাত্রির অবসান, প্রভাত।
নিশান্ধ বিণ. রাতকানা।
নিশাবিহার বি. রাতে বিচরণ।
নিশামুখ বি. সন্ধ্যাকাল।
Leave a Reply