নিলাম [ nilāma ] বি. সমবেদ ক্রেতাদের মধ্যে সবচেয়ে বেশি দামে কিনতে ইচ্ছুক ব্যক্তির কাছে বিক্রয়, auction.
[পো লেইলাঁও leilao]।
নিলাম করা ক্রি. বি. নিলামে বিক্রয় করা।
নিলাম ডাকা, নিলামে ডাকা ক্রি. বি. নিলামের সময় কিছু কেনার জন্য দর বলা বা বাড়ানো।
নিলামে চড়া ক্রি. বি. বিক্রয়ের জন্য নিলামে হওয়া (ঘরবাড়ি নিলামে চড়বে)।
নিলামি বিণ. 1 নিলামে ক্রীত; 2 নিলাম করা হবে এমন।
Leave a Reply