নির্যাতন [ niryātana ] বি. 1 পীড়ন, নিগ্রহ, অত্যাচার; 2 প্রত্যর্পণ, প্রতিদান (ঋণনির্যাতন); 3 শত্রুতার প্রতিশোধ, প্রতিহিংসা (বৈরনির্যাতন)।
[সং. নির্ + √ যাতি (√ যত্ + ণিচ্) + অন]।
নির্যাতনকারী (-রিন্) বিণ. যে নির্যাতন করে।
স্ত্রী. নির্যাতনকারিণী।
নির্যাতিত বিণ. উত্পীড়িত, নিগৃহীত, অত্যাচারিত।
স্ত্রী. নির্যাতিতা।
Leave a Reply