নির্মাণ [ nirmāṇa ] বি. 1 গঠন, রচনা, প্রস্তুত করা; 2 (বিরল) প্রতিষ্ঠা করা।
[সং. নির্ + √ মা + অন]।
নির্মাণকৌশল, নির্মাণপদ্ধতি বি. রচনারীতি, তৈরি করার বা গঠন করার রীতি বা নিয়ম।
নির্মাতা (-র্তৃ) বিণ. নির্মাণকারী। নির্মিত বিণ. নির্মাণ করা হয়েছে এমন।
নির্মিতি বি. নির্মাণকার্য।
নির্মিৎসা বি. নির্মাণের ইচ্ছা, নির্মাণেচ্ছা।
নির্মীয়মাণ বিণ. নির্মাণ করা হচ্ছে এমন, নির্মিত হচ্ছে এমন (নির্মীয়মাণ প্রতিমা)।
Leave a Reply