নির্বাণ [ nirbāṇa ] বি. 1 নিভে যাওয়া (দীপনির্বাণ, নির্বাণোন্মুখ প্রদীপ); 2 বিলুপ্তি, বিলয়, অবসান; 3 বৌদ্ধমতে সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ (‘আত্মার নিশ্চিন্ত নির্বাণে’: বুদ্ধ); 4 পরম সুখ eternal bliss; 5 হাতির স্নান।
☐ বিণ. 1 নিভে গেছে এমন, নির্বাপিত (নির্বাণ দীপ); 2 মুক্ত, মোক্ষপ্রাপ্ত (নির্বাণ মুনি); 3 অস্তমিত (নির্বাণ সূর্য)।
[সং. নির্ + √ বা + ত]।
নির্বাণী বি. শৈব সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ।
নির্বাণোন্মুখ বিণ. নিভে যাচ্ছে এমন, নিবুনিবু, নির্বাপিতপ্রায়।
Leave a Reply