নির্বাচন [ nirbācana ] বি. 1 (অনেকের মধ্য থেকে) বেছে নেওয়া; 2 স্হিরীকরণ, নির্ধারণ (সভাপতিনির্বাচন, স্হাননির্বাচন); 3 ভোটার বা নির্বাচকমণ্ডলীর দ্বারা মনোনয়ন, election.
[সং. নির্ + √ বাচি (√ বচ্ + ণিচ্) + অন]।
নির্বাচনকেন্দ্র, নির্বাচনক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)।
নির্বাচিত বিণ. যাকে নির্বাচন করা হয়েছে, elected.
নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)।
নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন।
Leave a Reply