নির্ধারণ [ nirdhāraṇa ] বি. 1 নির্ণয় (কর্তব্যনির্ধারণ); 2 নিরূপণ, স্হিরীকরণ (মাননির্ধারণ, মূল্যনির্ধারণ); 3 সিদ্ধান্ত (সত্যনির্ধারণ); 4 নির্দেশ; 5 (ব্যাক.) জাতি গুণ ও ক্রিয়ার দ্বারা বহুর মধ্যে একের পার্থক্য করা (তু. নির্ধারণে ষষ্ঠী)।
[সং. নির্ + √ ধারি + অন]।
নির্ধারণ করা ক্রি. বি. নির্ণয় করা।
নির্ধারিত বিণ. নির্ধারণ করা অর্থাত্ নির্ণয় বা নিরূপণ বা স্হির করা হয়েছে এমন (নির্ধারিত কর্মসূচি অনুসারে কাজ করা, নির্ধারিত দিনের অনুষ্ঠান)।
Leave a Reply