নির্দেশ [ nirdēśa ] বি. 1 বিশেষভাবে প্রদর্শন (অঙ্গুলিনির্দেশ); 2 নির্ধারণ, স্হিরীকরণ; 3 আদেশ (কর্তব্যনির্দেশ); 4 পরিচালন; 5 উপদেশ (তার নির্দেশেই এ কাজ করেছি); 6 উল্লেখ (কাকে নির্দেশ করে একথা বললে?)।
[সং. নির্ + √ দিশ্ + অ]।
নির্দেশ করা ক্রি. বি. নির্ধারণ করা; আদেশ বা উপদেশ দেওয়া; উল্লেখ করা।
নির্দেশ দেওয়া ক্রি. বি. আদেশ বা পরামর্শ দেওয়া।
নির্দেশক, নির্দেষ্টা বিণ. নির্দেশকারী (গবেষণাকার্যের নির্দেশক)।
নির্দেশন বি. নির্দেশ করা, নির্দেশদান।
নির্দেশনামা বি. নির্দেশ বা আদেশসংবলিত পত্র।
নির্দেশপ্রাপ্ত বিণ. নির্দেশ বা আদেশ পেয়েছে এমন।
নির্দেশিকা বি. (স্ত্রী.) 1 সূচিপত্র; 2 তালিকা; 3 নির্ঘণ্ট।
Leave a Reply