নির্ণয়, নির্ণয়ন [ nirṇaẏa, nirṇaẏana ] বি. 1 নির্ধারণ, নিরূপণ (মূল্যনির্ণয়); 2 স্হিরীকরণ (কর্তব্যনির্ণয়); 3 সিদ্ধান্ত (সত্যনির্ণয়, রোগনির্ণয়)।
[সং. নির্ √ নী + অ, অন]।
নির্ণয় করা ক্রি. বি. নির্ধারণ করা, নিরূপণ করা; স্হির করা; সিদ্ধান্ত করা।
নির্ণায়ক বিণ. নির্ণয়কারক; সিদ্ধান্ত গ্রহণকারী।
☐ বি. গুণাগুণ নির্ণয়ের আদর্শ বা মানদণ্ড, criterion (বি. প.)।
নির্ণায়ক সভা বি. বিচারকার্যে সহায়তার জন্য নিযুক্ত বিশেষ সভা, jury (স. প.)।
নির্ণায়ক সভ্য বি. নির্ণায়ক সভার সদস্য, juror (স. প.)।
নির্ণেতা (-তৃ) বিণ. নির্ণয়কারী।
নির্ণীত বিণ. নির্ণয় করা হয়েছে এমন।
নির্ণেয় বিণ. নির্ণয় করতে হবে এমন; নির্ণয় করার যোগ্য।
Leave a Reply