নিরীক্ষণ [ nirīkṣaṇa ] বি. যত্নসহকারে দেখা, বিশেষভাবে দেখা, মনোযেগের সঙ্গে দেখা; পর্যবেক্ষণ।
[সং. নির্ + √ ঈক্ষ্ + অন]।
নিরীক্ষমাণ বিণ. নিরীক্ষণ করছে এমন।
নিরীক্ষা বি. 1 বিশেষভাবে বা যত্নের সঙ্গে দেখা; 2 অন্বেষণ, জ্ঞানান্বেষণ।
নিরীক্ষিত বিণ. নিরীক্ষণ করা হয়েছে এমন।
নিরীক্ষ্যমাণ বিণ. নিরীক্ষিত হচ্ছে এমন, যা বা যাকে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করা হচ্ছে এমন (নিরীক্ষ্যমাণ বিষয়)।
Leave a Reply