জানি মন প্রেমের প্রেমী কাজে গেলে, পুরুষ প্রকৃতি স্বভাব থাকতে কি প্রেম রসিক বলে।। মদন জ্বালায় ছিন্ন ভিন্ন প্রেম প্রেম বলে জগৎ জানানো অ-হকদারে রসিক মান্য ঘুসকি জারি প্রেম-টাকশালে।। সহজ সুরসিক জনা শোষায় শোষে বাণ ছাড়ে না সে প্রেমের সন্ধি যায় না জানা মরে না ডুবিলে।। তিন রসে প্রেম সাধলে হরি শ্যাম অঙ্গে গৌরাঙ্গ তারি লালন বলে বিনয় করি সেই রসে প্রেম রসিক খেলে।।
————-
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৭৮; লালন গীতিকা, পৃষ্ঠা ১১৭; বাংলার বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৯৯-১০০
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে অন্তরার ৩ইয় চরণে ‘অ-হিকদারে’ স্থলে ‘ঐহিক দ্বারে’, ৪র্থ চরণে ‘ঘুসকি’ স্থলে ‘খুসকি’, সঞ্চারীর ১ম চরণে ‘সহজ সুরসিক জনা’ স্থলে “শুদ্ধ প্রেমের রসিক জনা” এবং ৩য় চরণে ‘সন্ধি’ স্থলে ‘ফন্দি’ কথান্তর আছে। পৃষ্ঠা ২৮৮ মুহম্মদ মনসুরউদ্দীন গানটি নদীয়া জেলা থেকে সংগ্রহ করেন। এতে বেশ কথান্তর আছে। তাঁর সংগ্রহটি এরূপ:
জানি মন প্রেমের প্রেমিক কাজে গেলে, পুরুষ প্রকৃতি স্বভাব থাকতে কি তাই রসিক বলে।। মদন জ্বালায় ছিন্ন ভিন্ন প্রেম প্রেম বলে জঁক লাগানো ঐহিক দ্বারে রসিক মান্য 'খুকশী' জারি প্রেম-টাকশালে।। প্রেমের প্রেমিক রসিক জনা শোষায় শোষে বাণ ছাড়ে না সে প্রেমের সন্ধি জানা যে জন বাঁচাতে পারে মরিলে।। তিন রতি রস সাধলে হরি শ্যামাঙ্গে গৌরাঙ্গ তারি লালন বলে বিনয় করি সেই রসে প্রেম রসিক খেলে।।
‘পল্লী সঙ্গীত সংগ্রহ’, ভারতবর্ষ, ফাল্গুন ১৩৩৩
Leave a Reply