চাঁদ ধরা ফাঁদ জান না মন।
নেহাজ নাই তোমার
নাচানাচি সার
একবার লাফ দিয়ে ধরতে চাও গগন।।সামান্য রসে তার পণ্য পাবে কে
কেবল প্রেম-রসের রসিক যে
ও সে প্রেম কেমন,
কর নিরূপণ
প্রেমের সন্ধি জেনে থাক চেতন।।ভক্তিপাত্র আগে কর নির্ণয়
মুক্তিদাতা এসে তাতে বারাম দেয়
নইলে হবে না
প্রেম উপাসনা
মিছে ছল বাড়িয়ে হবে মরণ।।মুক্তিদাতা আছে নয়নের অজান
ভক্তিপাত্র সিঁড়িদেখ বর্তমান
মুখে দীন দীন বল,
সিঁড়ি ধরে চল
সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন।।-----------------
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭০
'বাউল কবি লালন শাহ' গ্রন্থে অন্তরার প্রথম দুচরণ "সামান্য প্রেমের মর্ম পাবে কে/ কেবল প্রেম রসের রসিক যে" পাঠ আছে। (পৃ. ২৮৩) 'লালন-গীতিকা'য় উক্ত দুটি চরণ এভাবে আছে : "সামান্য রূপের গণ্য পাবে কে/ শুদ্ধ প্রেম রসের রসিক যে।" (পৃ. ১২২) প্রথম পাঠটি সঠিক বলে আমাদের ধারণা হয়। উভয় গ্রন্থে শব্দগত কিছু কথান্তর আছে। 'বাংলার বাউল ও বাউল গানে' মদনের ভনিতায় গানটি সংকলিত হয়েছে। "সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি গগণ।" (পৃ. ২৭৮) গানের ছন্দরীতি, সুর-কাঠামো এবং প্রকাশভঙ্গি বিচার করলে এটি লালনের গান বলেই প্রতীত হয়। এ আঙ্গিকে লালন একাধিক গান রচনা করেছেন।।
পূর্ববর্তী:
« চাঁদ আছে চান্দে ঘেরা
« চাঁদ আছে চান্দে ঘেরা
পরবর্তী:
চাঁদ বদনে বল গোসাঁই। »
চাঁদ বদনে বল গোসাঁই। »
Leave a Reply