নিরপেক্ষ [ nirapēkṣa ] বিণ.
1 পক্ষপাতহীন (নিরপেক্ষ বিচার);
2 স্বাধীন, অন্যের মুখাপেক্ষী নয় এমন (দলনিরপেক্ষ);
3 উদাসীন (ভোগবাসনায় নিরপেক্ষ);
4 প্রয়োজনরহিত, প্রয়োজন নেই এমন;
5 (দর্শ.) শর্তাদারি অধীন নয় এমন, অনন্যসম্বন্ধ, সম্বন্ধাতীত, categorical (বি. প.)।
[সং. নির্ + অপেক্ষা]।
বি. নিরপেক্ষতা।
Leave a Reply