নিরক্ষ [ nirakṣa ] বি. অক্ষোন্নতিশূন্য অঞ্চল বা দেশ যেখানে দিন ও রাত্রি সমান হয়।
[সং. নির্ (নিঃ) + অক্ষ]।
নিরক্ষবলয়, নিরক্ষবৃত্ত, নিরক্ষরেখা বি. (ভূগো.) দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী কল্পিত বৃত্তাকার রেখা, ভূ-বিষুবরেখা, equator (বি. প.)।
নিরক্ষীয় বিণ. নিরক্ষরেখার নিকটস্হ বা নিরক্ষরেখাসম্বন্ধীয়, equatorial (বি. প.)।
Leave a Reply