নিয়োজক [ niẏōjaka ] বিণ. নিয়োগকর্তা, নিযোক্তা।
[সং. নি + √ যুজ্ + অক]।
নিয়োজন বি. 1 কর্মে নিয়োগ; 2 প্রেরণ, প্রবর্তন; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 4 অধিকারদান।
নিয়োজয়িতা (তৃ.) বিণ. নিয়োজক, নিয়োগকর্তা।
নিয়োজিত বিণ. 1 নিযুক্ত; 2 প্রবর্তিত; 3 প্রযুক্ত; 4 বিনিয়োগ করা হয়েছে এমন (শিল্পে নিয়োজিত মূলধন)।
নিযোজ্য বিণ. নিযুক্ত করার উপযুক্ত; প্রযোজ্য।
Leave a Reply