নিয়োগ [ niẏōga ] বি.
1 প্রেরণ, প্রবর্তন, নিয়োজন (দুষ্কর্মে নিয়োগ);
2 কাজের ভার দেওয়া; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা;
4 বহাল করা (নিয়োগপত্র);
5 প্রয়োগ, স্হাপন (মনোনিয়োগ);
6 বিনিয়োগ, টাকা ইত্যাদি খাটানো (ব্যাবসাতে টাকা নিয়োগ)।
[সং. নি + √ যুজ্ + অ]।
নিয়োগপত্র বি. কাজে বহাল করার নির্দেশপূর্ণ চিঠি, appointment letter. নিয়োগী (-গিন্) বিণ. নিযুক্ত বা আদিষ্ট হয়েছে এমন।
☐ বি. পদবিবিশেষ।
Leave a Reply