ওগো জ্যান্তে মরা, তা কি পারবি তোরা সে প্রেম-সাধনে। প্রেমে কিশোর কিশোরী মজেছে দুজনে।। কামের কামী নিষ্কামী হয় কামরূপে কামশক্তির আশ্রয় তার সন্ধি জানা বড়ই সে নয় জীবের মানে।। পাইলে রে অরুণ-কিরণ কমলিনী প্রফুল্ল বদন অমনি গতি সে দলে চলে আকর্ষণে।। সমর্থা আর সাম্বু রসের মান উভয় জানে সমানে সমান লালন ফকির ফাঁকে ফেরে কঠিন দেখে শুনে।।
————-
লালন-গীতিকা, পৃ. ১২৮
গানটির অন্তমিলে ত্রুটি আছে। আমরা ধুয়ার ১ম সঞ্চারীর ৪র্থ ছন্দের খাতিরে পুনর্বিন্যাস করেছি। গ্রন্থে চরণদুটি এভাবে আছে – “ওগো জ্যান্তে মরা, সে প্রেম-সাধনে/ তা কি পারবি তোরা?”
এবং “অমনি গতি সে দলে/ আকর্ষণে চলে।”
Leave a Reply